Unique Bangla Caption and Status

Unique bangla status collection. মনের ভাব প্রকাশ করুন মাতৃভাষায়।

Unique Bangla Caption, Status, Quotes for Facebook.

বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, অথচ আমরা এ ভাষায় মনের ভাব প্রকাশে আগ্রহ প্রকাশ করিনা। ব্যাপার টা খুব ই লজ্জাজনক। আমাদের মধ্যে অনেক বাঙ্গালী ভাই/বোন ই আছেন যারা এখনো নিজের মাতৃভাষা রেখে ইংরেজি তে স্ট্যাটাস দিতে ভালবাসি। যদিও কখনো স্ট্যাটাস দেয়ার কথা মাথায় আসে তখন ই চিন্তায় পড়ে যাই। লিখা টা কি ঠিকমত গুছিয়ে লিখতে পেরেছি??? আপনার এই চিন্তা টা দূর করতেই আমাদের এই বাংলা ফেইসবুক স্ট্যাটাস কালেকশন।

তো আর চিন্তা কিসের??? নেই আর কোনো Bangla Facebook Status Collection এর এপ্স ডাউনলোড করার ঝামেলা। আসলে Bangla Facebook Status এর এপ্স টাকে ঝামেলা বলার একমাত্র কারন হলো, ধরুন আপনি একটা বাংলা ফেইসবুক স্ট্যাটাস এপ্স ডাউনলোড করেছেন। সেখান থেকে হাজারো Bangla Status, Caption থেকে বাঁচাই করে একটি স্ট্যাটাস আপনার Facebook বা  Whatsapp Share করেছেন। হতে পারে আপনার কোনো পরিচিত বন্ধু আপনার আগেই Bangla Status এপ্স টা ডাউনলোড করে,সবগুলো স্ট্যাটাস পড়ে নিয়েছে বা আপনার খুব কাছের কোনো বন্ধু যে আপনার সম্পর্কে জানে যে আপনি খুব ভাল বাংলায় ফেইসবুক স্ট্যাটাস দেন। হঠ্যাৎ কোনো একদিন আপনার স্মার্টফোন টি হাতে নিয়ে সে দেখতে পেল, আপনার ফোনে Facebook Status Collection এপ্স টি ইন্সটল করা। ভেবে দেখুন তোহ এটা দেখার পর তার কমেন্ট টা কেমন হতে পারে? 

আমি একটা এক্সামপল দি? তার কমেন্ট টা ঠিক এরকরম ই হবে... "কিরে তুই/তুমি/আপনি Status Collection এপ্স থেকে কপি করে Facebook এ স্ট্যাটাস মারস/মারো/মারেন"? সেই সিটুয়েশন টার কথা একবার ভেবে দেখুন। এই দাড়ান দাড়ান, এত টেনশন নেয়ার কিছু নেই।

আমরা আছি তোহ! এখন থেকেই এসব বাংলা ফেইসবুক স্ট্যাটাস ( Facebook status in Bangla ) নামক এপ্স এর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। শুধু আপনার ডিফল্ট ব্রাউজার ( Google Chrome, Firefox, Opera mini ) বা অন্য কোনো ব্রাউজার থেকে সার্চ বার এ যান আর টাইপ করুন  Most Unique Bangla Facebook Status আর খুঁজে নিন Swords Of Technology রিলেটেড সার্চ রেজাল্ট। ভিজিট করুন আমাদের সাইট। কপি করুন আপনার পছন্দ মত Bangla Facebook Status বা Bangla Whatsapp Status অথবা ডাউনলোড করুন আমাদের দেয়া কপিরাইট ফ্রি বাংলা ফেইসবুক স্ট্যাটাস, ক্যাপশন কালেকশন এর ছবি। শেয়ার করুন আপনার ফেইসবুক এ, আর আপনার ব্যক্তিত্ব প্রকাশ করুন ভিন্ন ভাবে।

আর হ্যা আপনি চাইলে আপনার Google Assistant কেউ ভয়েস কমান্ড এর মাধ্যমে আমাদের খুঁজে নিতে পারেন। শুধু Google Assistant Open করুন আর মুখে বলুন Bangla Facebook Caption. কথা দিচ্ছি অন্যসব সাইট এর মত Update দিতে দেরী করব নাহ। আপনাদের অনুপ্রেরণা পেলে নিয়মিত Update নিয়ে আসব ইন শাহ আল্লাহ। অনেক কথা হলো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম বাংলা ফেইসবুক ক্যাপশন, স্ট্যাটাস পর্ব...

অথবা ডাউনলোড করুন আমাদের দেয়া কপিরাইট ফ্রি বাংলা স্ট্যাটাস এর ছবি। শেয়ার করুন আপনার ফেইসবুক এ, আর আপনার ব্যক্তিত্ব প্রকাশ করুন ভিন্ন ভাবে...

A most unique collection of Bengali captions.


  • ঘুমের ওষুধ গুলাই জানে শুধু, জীবন্ত লাশগুলো কে ঘুম পাড়ানো, কত্তো কঠিন।


 

  • ভুল গুলো আমার ইচ্ছাকৃত ভাবেই হয়, তবে সেটা কখনো নিজেকে শিক্ষা দেয়ার জন্য, তো আবার কখনো অন্যকে। 

  • মনে রাখবেন, ক্ষণস্থায়ী ভালোলাগা কে,দীর্ঘস্থায়ী করতে যাবেন...!!! তোহ সামনে পিছে ডানে বামে দিয়া, এলোপাথাড়ি বাঁশ খাবেন।


  • মানিয়ে নিতে নিতে জীবনের এমন এক পর্যায়ে চলে এসেছি, যে আপনি যদি বলেন ১+১=৫ আমি বলবো, হ্যা আপনি ১০০ ভাগ সঠিক আছেন, এগিয়ে যান। 

Facebook Caption in Bengali.


  • মানুষ যদি সত্যিই নীরবতার, ভাষা বুঝতো। তবে পৃথিবী তে কোনো, "না বলা কথা"রই মৃত্যু ঘটতো নাহ।


  • আমি ভাল্লাগেনা রোগে আসক্ত। আর এই রোগ টা নিরাময়ের জন্য, দরকার আমার কিছু একটা খুব বেশী বিষাক্ত।
  
 
  • চারপাশ টা এমন ভাবে মিথ্যায় চেয়ে আছে যে। এখন সত্য কথা কেউ, সেটা যে সত্য তা প্রমাণ করে দেয়া লাগে। 
 
 
  • মানুষ বদলায় নাতো, পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে... :v 

Unique Bangla Status 


  • জীবন আপনাকে কি দিয়েছে, সেটা নিয়ে ভাবার আগে। অবশ্যই একবার আপনার বর্তমান সিচুয়েশন নিয়ে ভাববেন।ব্রাদার, আপনার লাইফ স্টাইলে চলা, এখনো লাখো মানুষের স্বপ্ন মাত্র।


  • আচ্ছা মানুষ হারিয়ে ফেলা জিনিষ। ফিরে পাবে না জেনে ও কেন, বার বার খুঁজে বেড়ায়?

 

  • সময়ের ব্যবধান এ যদি, প্রিয় মানুষ গুলোকে হারাতেই হয়। তবে, সময়ের ব্যবধান কেন তাদের ভুলতে 'সাহায্য করে নাহ'?

 

  • পরিবর্তন যদি আপনাকে অতীত ভুলতে সাহায্য করে, Than, please keep it up!!!

 

  • ঠিক যেদিন তার চাহনির মায়ায় পড়েছি, সেদিন ই বুঝে ছিলাম। এই মায়াই আমার সময় কে থমকে দিতে যথেষ্ট। 

 

  • ভালোলাগা টা যদি সাময়িক হতো, তবে আর তোকে নিয়ে, দুনিয়া সাজাতাম নাহ।

  • যেদিন থাকবে না মোর এই দেহে প্রান, নিথর হয়ে থাকবে পড়ে মাটির দেহ খান। মাটির দেহ মাটি হওয়ার আগে, করবেন তো ক্ষমা এই আমি পাপী টারে?

 

  • শেষ কবে মন ভরে আকাশ দেখেছি মনে নেই। একসাথে তারা গুনবো বলে প্রতিজ্ঞা করেছি বলে। তারা তো আজ ঠিক ই গুনো, অন্য কারোর কোলে।

ভালোলাগার মানুষ টার প্রতি দিন দিন দূর্বল হয়েই পড়সেন, ভালো সম্পর্ক টা নষ্ট হয়ে যেতে পারে এই ভয়ে প্রকাশ করতে পারছেন নাহ? ভালোলাগার মানুষ টাকে আপনার ভালবাসা প্রকাশের জন্য আমাদের এই বাংলা ফেসবুক স্ট্যাটাস বা পোষ্ট গুলো ব্যবহার করতে দেখতে পারেন। ভালোবাসা প্রকাশের এই স্ট্যাটাস গুলো আপনার ভালবাসা কে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করবে, আপনার প্রিয় মানুষের কাছে।


  • ভাবনার জগৎ টাকে এত ভালভাবে দখল করে আছো যে, তুমি হীনা ভাবনা এখন আর সম্পূর্ণতা পায় নাহ।

  • আচ্ছা! যদি বলেও ফেলি কখনো "খুব বেশী ভালবাসি"। খালী হাতে ফিরাবে নাতো?

  • আচ্ছা তোমার আর আমার বন্ধুত্বের সম্পর্ক টা কি, ভালোলাগা থেকে আর একধাপ আগানো যায় নাহ?

  • তোমার আমার সম্পর্কটা নামবিহীন ঠিকই, তবে চেনা জানাটা যেন জনম জনমের।

  • এই রাজ্যে, রাজত্বের ভার দিব, রাজ্য টা গুছাই রাখবে তোহ?

  • তুই আমার এমন ই একজন। বেঁচে থাকার জন্য, অক্সিজেন এর পরে। তুই শুধু তুই আর তুই প্রয়োজন।য়

  • এলোমেলো জীবন টা গুছানোর দায়িত্ব দেয়া হবে। পারবে কি, পরিচ্ছন্ন একটা জীবন দিতে? 
  • আচ্ছা তারা চলেই যাবে, যখন জানে। তবে কেন শুধু শুধু, মিছে মায়ায় টানে???
  • অবহেলা যেখানে রাজত্ব করে, ভালবাসা সেখানে মুল্যহীন।
 

 আরো পড়ুনঃ- বাংলা ক্যাপশন সমগ্র।

আশা করছি আমাদের Bangla Status, Caption, Quote গুলো আপনার কাছে ভাল লেগেছে,
যদি ভাল লেগে থাকে শেয়ার করতে ভুলবেন নাহ।
কোনো উপদেশ দেয়ার থাকলে কমেন্ট করতে দ্বিধা করবেন নাহ।
পরবর্তী আপডেট এর জন্য পাশেই থাকুন।
ধন্যবাদ