Depression - ডিপ্রেশন : কিছু কথা যা আপনার জীবন বদলে দিবে।

ভালবাসার জন্যে যারা সুইসাইড করে তাদের নামের পিছনে কত-শত ট্যাগ লাগিয়ে দেয় আমাদের সমাজ, সমাজের মানুষ। Depression - ডিপ্রেশন

ডিপ্রেশন কি? এর ভয়াবহতা ও প্রতিকার।

ছোট এই লিখাটি হয়ত বলদে দিবে আপনার জীবন।

ডিপ্রেশন
ভালবাসার জন্যে যারা সুইসাইড করে তাদের নামের পিছনে কত-শত ট্যাগ লাগিয়ে দেয় আমাদের সমাজ, সমাজের মানুষ।

সত্যিকার অর্থে যারা সুইসাইড করে তারাই একমাত্র বুঝে তাদের পিছনে থাকা গল্প তাদেরকে কতটা পোড়ায়,   এখন তাদের অবস্থাটা বুঝতে খুব বেশি কষ্ট হয়না।
কতটা ডিপ্রেশনে থাকলে একটা মানুষ তার পরিবার-পরিজন/বন্ধু-বান্ধবের মায়া ত্যাগ করে এই ডিসেশন নিতে বাধ্য হয়।
তা যদি বিপরীত পাশের মানুষটা বুঝতো তাহলে হয়তো ভালবাসার জন্যে সুইসাইড, এসব নিউজ পত্র-পত্রিকায় ফেসবুকে দেখা যেতোনা। 

এই ডিপ্রেশন থেকে সরে আসার জন্যে হাজারো মানুষ হাজারো উপদেশ দেয়, কিন্তু ডিপ্রেশনে থাকা মানুষটি আমার মনে হয়না কখনো এইসব কিছু শুনে ভালো থাকতে পারে, ভুলতে পারে তার অতীতকে, একমাত্র উপর ওয়ালার ইচ্ছে থাকলেই তা সম্ভব।
আমার কথা হচ্ছে বিপরীত পাসের অই মানুষ রুপি জন্তু  গুলোকে নিয়ে, যাদেরকে এককথায় কালসাপ কালনাগিনী বললেও চলে। ভালো যাতে নাই বাসতে পারবি তাহলে কি প্রয়োজন ছিলো একটা মানুষকে অত-শত স্বপ্ন দেখিয়ে তার লাইফ টাকে অগোছালো করার, মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার, যার জন্যে একটা মানুষ সুইসাইড নামক ওয়ার্ডটাকে পরিপূর্ণতা দিতে একটি বারের মতো ভাবতে অন ইচ্ছুক হয়ে পড়ে।

কোথায় যেন পড়েছিলাম↓
ভালবাসা হচ্ছে একটা বই, আর ভুল বুঝাবুঝি হচ্ছে একটি পাতা, একটি পাতার জন্যে পুরো বইটিকে অবহেলা করোনা/ফেলে দিয়োনা।🙂
এই কথাটি সবাই যদি বিশ্বাস করতো, তাহলে ব্রেকাপ নামক যন্ত্রণাটা অনেকটা কমে যেত।

আজকের মত এখানেই শেষ করলাম।
পরিশেষে শুধু একটা কথাই বলে যেতে চাই,
জীবন টা আসলেই অনেক সুন্দর, যদি টা উপলব্ধি করতে পারেন।
আর হ্যা একটি কথা সবসময় মনে রাখবেন।
পরিবারের উর্ধে কেউ নয়।
ধন্যবাদ।