Bengali Caption For Profile Picture : বাংলা ক্যাপশন
বাংলা ক্যাপশন সমগ্র।
Bangla Facebook Captions for Facebook, Instagram, Whatsapp
বর্তমানে ফেইসবুকে হোয়াটস এপে টুইটার বা ইনস্টাগ্রাম এ,
ছবি বা পোস্ট করার ক্ষেত্রে ক্যাপশন দেয়া টা খুব ই জরুরী।
আপনার আপলোড কৃত ছবি হয়ত সবার ভালো লাগতে পারে,
তবে আপনার আপলোড করা ছবির পেছনের কারণ টাতো আর ছবি বহন করে নাহ।
এজন্যে প্রয়োজন ভাল মানের বাংলা ক্যাপশন,
যা ফেইসবুক ইনস্টাগ্রাম হোয়াটস এপ এ,
আপনার ছবির পাশাপাশি ছবির অর্থ টা বহন করবে।
আর আপনার এই ক্যাপশন এর দুশ্চিন্তা দূর করতেই আমার এই বাংলা ক্যাপশন সমগ্র।
Bangla Captions for any kind of platform.
Facebook, What's app, Instagram Caption collection in Bengali language only for you.
১. আমার পাগলামি গুলো এড়িয়ে চলুন,
আপনাকে আমি ভদ্র হিসেবে ধরে নিব।
২. বুঝতে চাইবেন তোহ, মুগ্ধ হবেন।
প্রেমে পড়ে গেলে দোষ দিতে আসবেন নাহ।
৩. একমাত্র মাধ্যাকর্ষণ ছাড়া, কোনোকিছুই আমাকে পিছু হটাতে পারে নাহ।
৪. আমাকে অন্যের সাথে মেলাতে গিয়ে ভুল করবেন নাহ,
আমি ব্যতিক্রমী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মত নই।
- Bangla Song Lyrics.
- Bangla Facebook Status
- Bangla Facebook Captions.
- Most Attractive Content
- For more music lyrics.
বাংলা ক্যাপশন কালেকশন
৫. তারা আমায় শিখিয়েছিল,আমি পারিনি।
কারণ আকামে সময় নষ্ট করার মত,
সময় আমার ঘড়িতে নেই।
৬. আমি যেমন ই আছি, ভালো আছি।
আপনার বাহবার দরকার নেই।
কারণ আমি কর্মের উপর বিশ্বাসী আর সফলতাই আমার প্রেয়সী।
৭. সামনে আগানোর জন্য, ভালো মনোভাবের প্রয়োজন।
যতটা না সফলতার জন্য দক্ষতা।
৮. মাইন্ড এর বহিঃপ্রকাশ ক্যামেরায় করা টা ছবি।
দৃষ্টিভঙ্গি সে তো অভ্যন্তরীণ ব্যাপার সেপার।
৯. আমি জিতেছি বা নিজেকে খুঁজে পেয়েছি,
তা নিয়ে আমাকেই ভাবতে দিন।
নিজের চরকায় যে তেল ফুরাই গেসে,
সে খবর রাখেন তোহ?
১০. আমাকে বুঝাতে আসবেন নাহ, আমি কে?
বরং বুঝে নিন, আপনাকে আমি কি বুঝাচ্ছি,
যে আমি আসলেই কে!
বাংলা ভাষায় আরো ক্যাপশন / স্ট্যাটাস পেতে এখানে যান।
#বাংলা_ক্যাপশন #Bangla_Captions #BanglaStatus