কন্টেন্ট এবং কন্টেন্ট রাইটিং কি? শিখুন হাতে কলমে।

কন্টেন্ট এবং কন্টেন্ট রাইটিং সম্পর্কে আলোচনা। জেনে নিন, আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে অনেক কাজে দিবে। Whats is content? Whats is content writing?

 কন্টেন্ট কি এবং কন্টেন্ট রাইটিং কি? 


কন্টেন্ট কি?

Content


আমরা কোনো ব্যক্তি বা বস্তু বা পন্য বা অভিজ্ঞতা সম্পর্কে যে মাধ্যম ব্যবহার করে প্রকাশ করি,
তাই হলো কন্টেন্ট।

কন্টেন্ট অনেক ধরনের হয়ে থাকে,
লিখা,ছবি,ভিডিও, অডিও বা এনিমেশন ইত্যাদি।

কোনো বিষয় মানুষের কাছে পরিপূর্ণ ভাবে তুলে ধরার মাধ্যম ই হলো কন্টেন্ট।


কন্টেন্ট রাইটিং কি?

Content writing


সাধারণত কোনো তথ্য লিখে প্রকাশ করাকে
কন্টেন্ট রাইটিং বলা হয়ে থাকে।
কন্টেন্ট রাইটিং টি আবার দুই প্রকার,
১ তথ্য পরিবেশন।
২ প্রোডাক্ট রিভিউ।

তথ্য পরিবেশন :-
তথ্য পরিবেশন কন্টেন্ট গুলো, 
বিভিন্ন ব্যাপারে তথ্য নিয়ে লিখা হয়ে থাকে।
যেমন: বিজনেস, খেলাধুলা, স্বাস্থ্য।

প্রোডাক্ট রিভিউ:-
প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট গুলো,
কোনো কিছুর মান ও চাহিদার তথ্য নিয়ে লিখা হয়ে থাকে।
যেমন: কোনো পন্য বা তার বাজার চাহিদা, ভ্রমণ অভিজ্ঞতা, ব্যবহার বিধি।